বোকাসোকা চেহারার একেনবাবু যে গোয়েন্দা এটা ভাবাই মুশকিল। একটু ন্যালা ক্যাবলা টাইপের ভদ্রলোক। সেই তিনি আবার কলকাতা পুলিশ থেকে অ্যামেরিকায় ট্রেইনিং নিতে গিয়ে, ওখানেও গোয়েন্দাগিরি করে টু-পাইস কামান। একেনবাবু থাকেন বাপি এবং প্রমথর সঙ্গে। বাপি নিউইয়র্ক ইউনিভার্সিটিতে পড়ান, প্রমথ পিএইচ.ডি করছেন। যোগ্য ব্যাচেলর কিন্তু বিয়ে করার জন্য কোনো চাড় নেই । একেনবাবু সকলকেই স্যার বা ম্যাডাম বলেন আর আপনি ছাড়া কথা বলেন না। অবশ্য বিবাহিতা স্ত্রীকে কি বলে সম্বোধন করেন, সেটা কেউ জানেন না।
সূচিপত্র –
১। কলম্বাসে একেনবাবু ২। প্রাইসলেস বুদ্ধ ৩। ম্যানহাটনে মিস্ট্রি মার্ডার ৪। নৃত্যশিল্পীর মৃত্যু-তদন্তে একেনবাবু ৫। একেনবাবু ও বর্মণ বাড়ি রহস্য ৬। পুরস্কার পাঁচ হাজার ডলার ৭। আঙুলের ছাপ ৮। নিউ হোপ ডায়ামন্ড ৯। বাউন্সি বল” DRIVE