নক্ষত্রপথিক || NakhatraPathik
(By Sumit Bardhan) Read EbookSize | 25 MB (25,084 KB) |
---|---|
Format | |
Downloaded | 640 times |
Last checked | 12 Hour ago! |
Author | Sumit Bardhan |
কল্পবিজ্ঞান কাকে বলে সে ব্যাপারে নানা মুনির নানা মত রয়েছে। স্টার্জেন আর হেনলিন থেকে শুরু করে ক্লার্ক আর অ্যাসিমভ পর্যন্ত কল্পবিজ্ঞানের দিকপালরা কল্পবিজ্ঞানকে বিভিন্ন রকম সংজ্ঞায় অভিহিত করেছেন। তাবে এ সবের মধ্যে উল্লেখযোগ্য ক্রিস্টোফার ইভান্সের দেওয়া একটি দুই শব্দের ব্যাখা। কল্পবিজ্ঞানকে ইভান্স ছোট্ট করে বলেছেন ‘হোয়াট ইফ?’ অর্থাৎ ‘যদি?’ কী হতে পারে যদি মানুষ অন্য গ্রহে কলোনি বসায়? কী হতে পারে যদি মানুষ সত্যিই সময়পথে ভ্রমণ করার ক্ষমতা পায়? এই ধরণের ‘যদি’গুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে বিশ্লেষণ করলে আশা অথবা আশঙ্কার যেসব সম্ভাবনা ভেসে ওঠে, কাহিনির প্রেক্ষাপট কল্পনার হলেও দেখা যায় সেইসব সম্ভাব্য পরিণতি অনেকাংশেই বর্তমান কালের জন্যে প্রাসঙ্গিক।
ইভান্স ছাড়াও কল্পবিজ্ঞানের আর-একটি অন্যরকম ব্যাখা দিয়েছেন কিম স্ট্যানলি রবিনসন। তিনি কল্পবিজ্ঞানকে বলেছেন ইতিহাসের সাহিত্য। যে ইতিহাসের সঙ্গে কোনও না কোনও ভাবে সংযোগ রয়েছে আমাদের বর্তমান বা অতীতের।
এই দুই স্বতন্ত্র দৃষ্টিকোণ থেকে কল্পবিজ্ঞান লেখার প্রচেষ্টা থেকে রূপ পেয়েছে যামল আর তোরণ।
ইতিহাসের ভুল থেকে শিক্ষা নেওয়ার পরিবর্তে ইতিহাসের শৃঙ্খলে পুনর্বার জড়িয়ে পড়লে সমাজ কোন পথে এগোয়, সেই প্রশ্ন তোলার কাহিনি যামল। আর তার ঠিক উলটোদিকে, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অতীতকে পেছনে রেখে ভবিষ্যতের পথের সন্ধানে পাড়ি দেওয়া সমাজের রূপ কেমন হতে পারে সে প্রশ্নের কাহিনি তোরণ।
দুটি কাহিনিতেই প্রতিবারের মতনই নতুন জগৎ গড়ার চেষ্টা করেছেন লেখক, যাতে পাঠক পড়ার সময় ডুবে যেতে পারেন এক অচেনা দুনিয়ায়। একই সঙ্গে চেষ্টা করা হয়েছে কল্পবিজ্ঞানের নতুন কিছু পরিভাষা সৃষ্টির।”