“Book Descriptions: গদাইয়ের কারবার সাপের বিষ আর জড়িবুটি নিয়ে। তাতে অবশ্য খুব রোজগার হয় না, তবে একার পেট কষ্টেসৃষ্টে চলে যায়। প্রতাপগড়ের জঙ্গলে গাছগাছড়ার খোঁজ করে হয়রান হয়ে পুরনো শিবমন্দিরের চাতালে শুয়ে সে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙ্গে এক বিভীষণ সাধুর বল্লমের খোঁচা খেয়ে। অশীতিপর সাধুর সঙ্গী বনে যায় গদাই, কতকটা লোভে, কতকটা কৌতূহলে। সাধুর অনেক বয়স, ভীমরতিও একটু ধরেছে, কাজে ভুলভাল হয়। সাধু এই গাঁয়ে এসেছে কী যেন এক দানব কী দত্যিকে খুঁজতে। সে ছাড়া অবস্থায় থাকলে নাকি গাঁয়ের ভীষণ সর্বনাশ হয়ে যাবে!” DRIVE