“Book Descriptions: হটাত দুপুরে টুপুর মানে ঐন্দ্রিলাদের বাসাতে এক চিনেম্যান নিয়ে কুশল হাজির । তার অনুরোধ তার বো মানে চাচা ঝাও ঝিয়েন এর গাড়িচাপা পড়াতা নিছক এক্সিডেন্ট নয়, পেছনে কিছু আছে। ঐদিকে প্রজ্ঞাপারমিতা মুখোপাধ্যায় মানে মিতিন মাসি জাল উইলের কেসে ফেসে আছেন, তো মিস ওয়াটসন টুপুর নেমে পড়ল তদন্তে । মারা যাবারদিন চিনা অধ্যাপক একটা ওয়ালহ্যাঙ্গিং কিনে ফিরছিলেন, যার ঐতিহাসিক মুল্য এক ক্তহাতে চীনে ইতিহাস বদলে দিবে । হালি পানি পাচ্ছে না টুপুর, নাক গলালেন মিতিন মাসী, জানা গেল ওটা ছিল চৈনিকদের তৈরি পৃথিবীর প্রথম ম্যাপ যেটা একেছিলেম মো-ই-টাং। ময়নাতদন্তে সালিক বাচ্চা পাড়ল, ওটা এক্সিডেন্ট নয়, খুন !
মিতিন মাসী কি ঐতিহাসিক ম্যাপটি খুজে বের করতে পারবেন? কে ছিল নিরীহ চৈনিক অধ্যাপক ঝাও ঝিয়েনের খুনী?” DRIVE