“Book Descriptions: পশ্চিমবঙ্গের রাজনীতির এক বিস্মৃত প্রায় রুদ্ধশ্বাস অধ্যায় নকশাল আমল। রক্তের নেশায় মাতাল একদল দামাল তখন সন্ত্রাসের পথে রাজনীতির দাবী আদায়ের আশায় বুক বেঁধেছে। পদে পদে ষড়যন্ত্র, গুপ্তহত্যা। পুঁজিবাদী সমাজের টাটকা খুনে লাল কলকাতা তথা বাংলার নানা অলি গলি। এইসবকিছুর আড়ালে ঢাকা পড়ে গিয়েছিলো অসংখ্য অরাজনৈতিক গুপ্ত হত্যা, ব্যক্তিগত শত্রুতার করুণ পরিণতি— বিশ্বাসঘাতকতা! পুলিশের খাতায় আজও সেইসব নারকীয় হত্যালীলা রাজনৈতিক তকমা পেয়ে বসে আছে, কোন কোন ঘটনা আবার এখনও মুখোশের আড়ালে। হঠাৎ এরকমই এক অজানা গোপন ষড়যন্ত্রের হদিশ মেলে অনেকবছর পর। তাও আবার একেরপর এক রুদ্ধশ্বাস অলৌকিক ঘটনাবলীর পিছনে ধাওয়া করতে করতে। দুই সময়ের দুই রুদ্ধশ্বাস ঘটনাবলীর অলৌকিক টানাপোড়েন, মাঝে প্রায় পঞ্চাশ বছরের ব্যবধান। দুটোই ছিলো শীতের রাত, ক্যালেন্ডারের পাতা বলছে তারিখ - উনিশে ডিসেম্বর। 'ক্রাইম নেভার পে' অপরাধ জগতের এই আপ্তবাক্য সার্থক হয়ে ধরা দেয় কাহিনীর শেষে। কিন্তু কীভাবে? কীভাবে মেলে সব হিসেব? কোলকাতার মুক্তারাম বাবু স্ট্রিট আর সুদূর পলাশপুর গ্রাম কীভাবে এক হয়ে যায়? উনিশশো একাত্তর আর দুহাজার কুড়ি কী করে মিলে মিশে যায় উনিশে ডিসেম্বরের রাতে? সব হিসেবের উত্তর পেতে উপন্যাসের পাতায় হারিয়ে যেতে হবে, ডুব দিতে হবে লোমখাড়া করা রুদ্ধশ্বাস কাহিনীতে।” DRIVE