ম্যানিকুইন কি কেবলই পুতুল ? কেন প্রয়োজন হয় ? শপিংমলের ঝাঁ-চকচকে, কাঁচঘেরা শোরুম বলুন কিংবা এলাকার ছোটো, বড়ো, মাঝারি দোকানে যেভাবেতাদের দেখা যায় তার বাইরেও কি ব্যবহার হয়ে থাকে ? কোথায় পাওয়া যাবে? কিভাবেই বা ব্যবহৃত হয়? উত্তর খুঁজবেন প্রাক্তন সি.বি.আই অফিসার কিংশুক রায়।
লোকাল ট্রেনের কামরায় গান গেয়ে সামান্য রোজগার করত শম্পা। হঠাৎই একটি চাকরি পেয়ে সে মানুশ হিসেবে আমূল বদলে গেল। রোজগার বাড়তে লাগল, বারতে লাগল আপনজনের থেকে দূরত্বও। এক সন্ধ্যায় মগরাহাটে নিজে রপাড়াতেই খুন হয়ে গেল শম্পা। সন্দেহ গিয়ে পড়ল তার প্রেমিক পলাশের উপর। কোনোরকমে পুলিশের হাত থেকে বেঁচে পলাশ এসে উপস্থিত হল তার পূর্বপরিচিত প্রাক্তন সি.বি.আই। অফিসার কিংশুক রায়ের কাছে। প্রথমে তাকে ফিরিয়ে দিতে চাইলেও শেষে সত্য উদ্ঘাটনের দায়িত্ব নিলেন কিংশুক। এদিকে এক স্বঘোষিত দেবীর বিরুদ্ধে হঠাৎই বিস্ফোরক অভিযোগ আনলেন তাঁরই আশ্রমের সদস্যা এক ভোজপুরী অভিনেত্রী। শুরু হল দু’পক্ষের মধ্যে ঠান্ডা লড়াই।” DRIVE