“Book Descriptions: " শুনো শুনো মরদরা, দুঃখের কথা শুনো এই গ্রামে নাহি বাঁচে, বাচ্চা বিটি কুনো, প্রতি বছর আঁধার কালে, জাগি উঠে সে ওই শুনো ধামসা বাজে, সে আসে, সে আসে, রে..."
পুরুলিয়ার পঞ্চকোট পাহাড়ের কোলে জঙ্গলে ঘেরা গ্রাম চালসিয়া। এই গাঁয়েই এক বিশেষ ছৌ নাচের পরবে কেটে নেওয়া হয় ছোট ছোট শিশুদের অঙ্গ? কিন্তু কেন?
পরপর তার নাম তিনবার মুখে নিতেও ভয় পায় একটা গোটা গ্রামের মানুষ। এই চিগারু আসলে কী? কেন গরুখুটা পরবের পর এই গ্রামে তিন পক্ষকাল আর রাত জাগা যায় না?
লোকে বলে পঞ্চকোট পাহাড়ের তলাতেই আছে চিন্দারা। সেখানে নরকের আগুন সবসময় জ্বলছে। কী হয় যখন চিগারু তার শিকারকে ডেকে নিয়ে আসে চিন্দারায়? কেন সেখান থেকে কেউ কখনও ফেরে না?
কলকাতা থেকে চালসিয়ায় বুধাদিত্য এসেছিল পূর্বপুরুষের ভিটা দেখতে। সঙ্গে আরও ভাইবোনেরাও। কিন্তু ও দুঃস্বপ্নেও ভাবেনি এমন ভয়ংকর বিপদ ওদের জন্য অপেক্ষা করে আছে। কী হবে যখন চিগারু আহ্বান জানাবে ওদের নিজের খেলায়? কী হবে যখন শুরু হবে চালসিয়া গ্রামে আন্ধারের কাল?
জানতে হলে পড়ুন "আখিদা", "ঝুমনির" পর ত্রিজিৎ করের নতুন দমবন্ধ করা হরর ফ্যান্টাসি উপন্যাস "চিগারু!"” DRIVE