“Book Descriptions:দুটি ভিন্ন স্বাদের বিজ্ঞান কল্পগল্প নিয়ে এই আয়োজন।
১৯৭১ সালে পুরনো ঢাকার শ্রীশ দান লেনে অবস্থিত বিখ্যাত বিউটি বোর্ডিং এ সংঘটিত নির্মম হত্যাকান্ডের পঁয়তাল্লিশ বছর পর এই ঘটনার এক রহস্যময় জট খুলতে সচেষ্ট হয়েছিলেন গেন্ডারিয়া থানার সহকারী পুলিশ কমিশনার আহসান কবির। স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার রুমানা আতিকের ধরিয়ে দেয়া একটি অদ্ভুত গল্পের পেছনে ছুটতে ছুটতে আশ্চর্য সব ঘটনার কথা জানতে পারেন তিনি। বাংলার শ্রেষ্ঠ কবি-সাহিত্যিক-শিল্পী-চলচ্চিত্রকাররাও যে রহস্যের সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে পড়ছেন, তার একটা সুষ্ঠু বৈজ্ঞানিক যুক্তিযুক্ত ব্যাখ্যা তুলে ধরাই ছিল আহসান কবির ও রুমানা আতিকের উদ্দেশ্য। কিন্তু শেষ পর্যন্ত বিউটি বোর্ডিং রহস্য পুরোটা কি উন্মোচিত হবে পাঠকের সামনে?
তেমনি মৌলভিবাজারের কুলাউড়া থানার কালাপাহাড়ের ওপারে এক আদিবাসী লালেং গ্রামের পাথর সম্প্রদায় একে একে যখন তাদের ভাষা, শব্দ, ঐতিহ্য, কৃষ্টি, আচার সব ভুলে যাচ্ছিল তখন খাসিয়া তরুণ সাংবাদিক সাজু মারসিয়াং আর ঢাকার জাতীয় নিউরোসায়েন্স ইনসিস্টটিউটের পিএইচডির ছাত্রী ইশরাত খন্দকার মরিয়া হয়ে ওঠে এর কারণ নির্ণয় করে একটা সমাধানে পৌঁছার জন্য। আর একটা যথাযথ বৈজ্ঞানিক সমাধানে পৌঁছাতে গিয়ে নিজেদের জীবনই এক সময় বিপন্ন করে তোলে তারা।” DRIVE