“Book Descriptions: তেজস্ক্রিয় এক বিস্ফোরণে পালটে গেছে পৃথিবীর ভূ-রাজনীতি। ‘মৃত বিশ্ব’ এর কোনো এক জনপদে আবির্ভাব ঘটেছে সর্বশক্তিমান এক কর্তৃপক্ষের, যারা চায় ইতিহাস মুছে দিতে আর শিল্পের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে। তবু সেই জনপদে গ্রাফিতি আঁকছে কেউ, কেউ আবার লিখতে চাইছে উপন্যাস।
পৃথিবীর সমস্ত উপন্যাসের খলনায়কের মতোই, কর্তৃপক্ষ সর্বদাই নিয়ন্ত্রণবাদী। সে চায় নিজের ইচ্ছামাফিক সকল কিছুকে নিয়ন্ত্রণ করতে, সে চায় নিজের মতটাই বাকি সকলের ওপর প্রতিষ্ঠা করতে। অন্যদিকে শিল্পীরা চিরকালই হাঁটে উল্টোদিকে, নিয়ন্ত্রণ করতে না চেয়ে তারা বরং অন্য মানুষের মনকে বুঝতে চায়। ‘গ্রাফিতিও প্রশ্ন করে’ খুঁজতে চেয়েছে এই দ্বিমুখী শক্তির টানাপোড়েনে তৈরি হওয়া জিজ্ঞাসাগুলোর উত্তর।” DRIVE