“Book Descriptions: জীবন সরলরৈখিক এই ভ্রম থেকে বের হয়ে এহসান উপলব্ধি করে সে আটকে পড়েছে এক বহুমাত্রিক ধাঁধায়, ঢাকার খিলখেত আর সমুদ্রপাড়ের উজানতলী কাছাকাছি হলেও এ দুই স্থানে তার অবস্থান ভিন্ন দুটি উদ্দেশ্যে। অরোরাল্যান্ডের আকাশে কেন তিনটি সূর্য আর ওখানে সবকটি ছেলেমেয়ের বয়স কেন কুড়ি, ইংল্যান্ডের এক শহরতলীতে সতেরো বছরের তরুণী কেন পালিয়ে বেড়াচ্ছে আর মাইলের পর মাইল বিস্তীর্ণ ধানক্ষেতে এক ভালুক কেন মৌচাক রেখে ওকে বধ করার সংকল্পে নেমেছে; এসব প্রশ্নের সমাধানের জন্য ও দ্বারস্থ হয় মনোজগতের গলি ঘুপচি চেনা এক প্রবীণ প্রজ্ঞাবানের কাছে, যিনি পথের সন্ধান বাৎলে দিলেও বিপজ্জনক দরজাগুলো খুলতে হবে এহসানকেই। ডায়াসপোরা ব্লুস এক তরুণের দ্বিধা, ঔচিত্যবোধ, প্রতিহিংসা, বিসর্জন ও অর্জনকে সমন্বয় করে নিজেকে আবিষ্কারের এক অভূতপূর্ব যাত্রা।” DRIVE