“Book Descriptions: ডা. অর্ক সেন আসলে তাঁর চারপাশের আরও দশটা মানুষের মতোই একজন সাধারণ মানুষ। তাঁর সুপারহিরো আর্মার নেই, তিনি অদৃশ্য হতে পারেন না, এমনকী একজন মানুষকে একবার দেখে তাঁর অতীত-বর্তমান-ভবিষ্যৎ বলে দেওয়ার ক্ষমতাও তাঁর নেই।
তবে তিনি কে?
তিনি মনের ডাক্তার। নেশাতেও, পেশাতেও। মানুষের মনের খবর নিতে তাঁর জুড়ি মেলা ভার। পৃথিবীর সবথেকে রহস্যময় বস্তুটিকে নিয়ে চর্চা করতে করতেই ডা. অর্কর সামনে এসে দাঁড়ায় একের পর এক অদ্ভুত, অভূতপূর্ব ঘটনা... কিছু কিছু ক্ষেত্রে তাঁর চোখের সামনে খুব ঔদ্ধত্য দেখিয়ে আঙুল নাচায় তারা, চ্যালেঞ্জ করে তাঁকে। শুরু হয় মস্তিষ্কের সঙ্গে মস্তিষ্কের লড়াই, লৌকিকের সাথে অলৌকিকের লড়াই। প্রতিপক্ষ কখনও চেনা, কখনও বড় অজানা, কখনও পুরুষ, কখনও প্রকৃতি। প্রত্যেকটা ঘটনার শেষ অব্দি চুলচেরা বিশ্লেষণ করেন ডা. অর্ক, কখনও দিনের শেষে সব ঘুঁটি এসে জমা হয় তাঁর কোর্টেই, কখনও তাঁর ভাগে পড়ে থাকে শুধু অভিজ্ঞতাটুকু। ডা. অর্কর মস্তিষ্কের, মনস্তাত্বিক জ্ঞানের, বুদ্ধিমত্তার তেমনই কিছু জিতে যাওয়া, কিছু লড়ে যাওয়া ঘটনাবলীর সংকলন 'অর্ক সমগ্র- প্রথম খন্ড'।” DRIVE