“Book Descriptions: আরও একবার স্বাগত আপনাকে প্রাচীন ভারতবর্ষে। যেখানে আপনার জন্যে অপেক্ষা করে আছে রহস্য, হত্যা, রাজনীতি, ষড়যন্ত্র এবং….. আচার্য বিষ্ণুগুপ্ত চাণক্য। চাণক্য কি পারবেন নিজের ক্ষুরধার বুদ্ধি ও যুক্তিনির্ভর তদস্তপদ্ধতিতে, আপাতদৃষ্টিতে প্রায় অসম্ভব রহস্যের সমাধান করতে?
এক কূটনৈতিক উদ্দেশ্যে মগধের সম্রাটের সঙ্গে বিবাহ স্থির হয়েছে তার শত্রুপক্ষের কন্যার। কিন্তু বিবাহের দিনে ভাবী মহারানিকে হত্যার চেষ্টা করল কে? গুপ্তহত্যা নাকি চক্রান্ত? মগধের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনছে এক অদৃশ্য শত্রু। তার অবধি পৌঁছোনোর একমাত্র সূত্র হল একটি বিষাক্ত বাণ। কিন্তু কোন উপায়ে জনসমাগমের মাঝেই নিহত হলেন। কুলূতের রাজা, অথচ হত্যাকারীকে কেউ দেখতে পেল না? আ কীভাবে প্রহরীদের দৃষ্টি এড়িয়ে উষাও হয়ে গেল গৃহবন্দিরা
সকল প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বইয়ের দুটি উপন্যাসের পাতায়। যে রহস্যের, রাজনীতির ও বুদ্ধির চতুরঙ্গ খেলার শুরু হয়েছিল “হত্যা-শাস্ত্রী-তে, সেই খেলার দ্বিতীয় দানের সময় এবার আগত!” DRIVE