“Book Descriptions: গল্পকে কি আদৌ নতুন করে সৃষ্টি করা যায়? নাকি বাতাসের মতোই চারপাশ থেকে আমাদের জড়িয়ে রাখে ওরা; স্থান-কাল-পাত্রের কাঁধে ভর করে ছড়িয়ে যায়, ঘুরে বেড়ায় সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে!
কেন এক কাকডাকা ভোরে আব্দুল মোত্তালেবের লোমশ পাজোড়া শূন্যে ঝুলে থাকে? চর্যাপদের আদি কবি লুইপার সাথে এক বৃষ্টিভেজা অন্ধকার সন্ধ্যায় নিলক্ষেতে আটকে পড়া কয়েকজন যুবকের কী সম্পর্ক? মধ্যদুপুরে জনৈক গৃহিণীর জীর্ণশীর্ণ হাত জানালার বাইরে কাকে খোঁজে? অবিরাম জ্বরের দিনগুলোতে শহরের রাস্তায় হাজির হয় কোন সে আগন্তুক? রোমাঞ্চ, পারিপার্শ্বিক জীবন, রহস্য, আধিভৌতিকতা, দর্শন, পরাবাস্তবতা- এমন অসংখ্য সুতোয় বোনা গল্পে উত্তর মিলবে সব প্রশ্নের। বিচিত্র বিষয়ের আবর্তনেও যার পরতে পরতে ছড়িয়ে আছে বিষণ্ণতার ছাপ, যে বাক্যে মিশে থাকে অশ্রুত অন্ধকার!” DRIVE