“Book Descriptions: শাহবাগ পানে হেঁটে চলেছি। রাস্তায় রাস্তায় স্লোগান দিচ্ছে স্কুলড্রেস পরা কিশোর ছেলে মেয়েরা- ‘উই ওয়ান্ট জাস্টিস।’ রাজপথ ছেয়ে আছে নবারুণ ভট্টাচার্যের কবিতায়- ‘একটি কুঁড়ি বারুদগন্ধে মাতাল করে ফুটবে কবে সারা শহর উথাল পাথাল ভীষণ রাগে যুদ্ধ হবে।’ মরক্কো থেকে ভেসে এসেছে ট্রলারটি, গন্তব্য স্পেন। দু’শো মানুষ ধুঁকছে সেখানে। আধুনিক সভ্যতা অবশ্য ওদের মানুষ বলে ডাকে না, ডাকে শরণার্থী। খাবার নেই, পানি শেষ। একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ছে ওরা। সেই নৌকায় শরণার্থীদের মাঝে জায়গা করে নিয়েছে সোনালী চুল, নীল চোখের এক শ্বেতাঙ্গ মেয়ে। ইউরোপের স্বপ্নে বিভোর হয়ে মরতে বসা এই এশিয়ান শরণার্থীদের দলে কী করছে সে? কিশোর বয়েস এখনো পার হয়নি, বইখাতা নিয়ে ছোটাছুটির বয়সে সাব মেশিনগান হাতে ফেরারি হয়ে ছুটে চলতে হয় তনককে। সেনাবাহিনী ধেয়ে আসছে। সামনে বিপ্লব অথবা মৃত্যু। ফ্রান্স, স্পেনের বাস্ক থেকে শুরু করে রাঙামাটির গহীন বনে, ঢাকার রাজপথে কিংবা উত্তরবঙ্গের প্রবল শীতে অধরা হয়ে আছে এক পরম আরাধ্য। মিলবে কি তার দেখা?
এই গল্পের স্থান সত্য, কাল সত্য, ইতিহাস সত্য, মিথ্যা কেবল এর চরিত্রগুলো।” DRIVE