রিয়ানের কথা ভুলতে পারে না রাজিতা। রিয়ানকে চেনে পাঁচ বছর বয়স থেকে। রিয়ান, যার সঙ্গে সে একবার পাহাড়ে দাঁড়িয়ে দেকেহছিল তুষারপাত। যাকে ভালবেসেছিল সব ভুলে। সেই রিয়ান চলে গেছে অনেক দূর দেশের এক শহরে। কলকাতায় বসে রাজিতা ভাবে, তবে কি রিয়ান ভুলে গেল ওকে। আর বহুদুরে রিয়ান নিজের অতীত থেকে পালাতে চায়। ভুলে যেতে চায় কলকাতা শহর আর তার মানুষদের । রাজিতার এদিকে কেবলই মনে হয় রিয়ান আর ওর মধ্যের সাঁকো কি ভেঙে গেল? রিয়ানের সঙ্গে কি আর দেখা হবে ওর এই জীবনে? রাজিতার গল্প, রিয়ানের গল্প ক্রমশ হয়ে ওঠে বাকি সকলের গল্প। বুকের মধ্যে ভালবাসার ছোট্ট চন্দন কাঠের বাক্স লুকিয়ে বেঁচে-থাকা মানুষদের গল্প। আর এমন দূরত্ব ও তার পারাপারের কাহিনিই মৃদু স্বরে জানিয়ে দেয় স্মরণজিৎ চক্রবর্তীর ‘দোয়েল সাঁকো’।” DRIVE