“Book Descriptions: ‘স্লিপার সেল।’ শব্দ দুটির সঙ্গে আমরা অনেকেই পরিচিত। ভারতবর্ষের নিরাপত্তার ক্ষেত্রে সব থেকে বড়ো চ্যালেঞ্জ স্লিপার সেলগুলোর চিহ্নিতকরণ করা। ব্লু ফ্লাওয়ার শুরু হচ্ছে একটি ছেলের হঠাৎ করে বিপদে পড়ে যাওয়ার ঘটনা থেকে। কাহিনি যত এগিয়েছে, লেখক দেখিয়েছেন কীভাবে আমাদের দেশের ইন্টেলিজেন্স প্রতিনিয়ত দেশের নিরাপত্তা রক্ষার্থে কাজ করে চলেছে। কাশ্মীর সমস্যা, পাকিস্তানের কাশ্মীর যোগ এবং স্লিপার সেলের সক্রিয়তা— ব্লু ফ্লাওয়ারে ঘুরে-ফিরে এসেছে। একজন সাধারণ ছেলের জীবনে হঠাৎই একটা দিন আসে, যখন সে কিছুতেই বুঝে উঠতে পারে না আদৌ সে বেঁচে থাকবে নাকি, সে কি সবটাই স্বপ্ন দেখছে, না বাস্তবে তার সঙ্গে এই ঘটনাগুলো ক্রমাগত ঘটে চলেছে!” DRIVE