“Book Descriptions: সিকিমে একদল দুবৃত্তের তাড়া খেয়ে। পালাতে গিয়ে মারা যান বাংলা ভাষার বিশিষ্ট গবেষক তীর্থপতি মিত্র। দীর্ঘদিন ধরে তীর্থপতি খুঁজছিলেন বাংলা ভাষার এক পুঁথি। সেই পুঁথির জন্যই কি তাকে মরতে হল? কে বা কারা তাঁকে মারল? তীর্থপতির ঘনিষ্ঠ বন্ধু অবসরপ্রাপ্ত বাংলার অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য সন্দেহ করলেন ওই পুঁথির সঙ্গে তীর্থপতির মৃত্যুর যোগ আছে। প্রিয় ছাত্র শুভময়কে ডেকে তিনি নির্দেশ দিলেন তীর্থপতির অসমাপ্ত কাজ শেষ করার। শুভময়ের সঙ্গে থাকল তীর্থপতি মিত্রের একমাত্র মেয়ে অনসূয়া। শুভময় কি খুঁজে পেল সেই পুঁথি? ওই পুঁথি নিয়ে কেন এত টানাপোড়েন? কেনই বা মরতে হয়েছিল তীর্থপতি মিত্রর মতো গবেষককে? এই নিয়েই সিজার বাগচীর টানটান থ্রিলার।” DRIVE