“Book Descriptions: ইউক্রেনের কিভ শহরে ডাক্তারি পড়তে গেছে অহম। সে দেশের টার্নোপিল শহরে ডাক্তারি পড়তে গেছে রুহি আর আয়েশা। মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সময় অহমের সঙ্গে আলাপ হয় সিনিয়র দাদা সমুদ্রের, যে নিজের বাবা-মা এবং বাড়ি সম্পর্কে মুখ খোলে না। সমুদ্রের ইউক্রেনীয় প্রেমিকার নাম নাতাশা। প্রেমে পড়ছে অহম আর রুহিও। ঠিক এই সময়ে যুদ্ধ ঘনিয়ে উঠছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে। সবার প্রথমে বন্ধ হচ্ছে আন্তর্জাতিক উড়ান, তারপর সমস্ত সরকারি প্রতিষ্ঠান, যার মধ্যে মেডিকেল কলেজও পড়ে। অহম, সমুদ্র, রুহি আর আয়েশা জীবনে প্রথমবার বিমানহানা, ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্রের আক্রমণের সম্মুখীন হয়। আন্তর্জাতিক রাষ্ট্রনেতাদের দাবা খেলায় বোড়ে হয়ে যাওয়া এই ছেলেমেয়েরা কি মৃত্যু এড়িয়ে ভারতে ফিরতে পারবে?” DRIVE