“Book Descriptions: সাগরিকার তাশদীদ নামক মানুষটার প্রতি ভীষণ ভয়। কেনই বা পাবে না? এই সেই ব্যক্তি যে তাকে গাছের সাথে বেঁধে রেখেছিল কেবল মাত্র মেয়েটা গণিতে ফেল করেছিল বলে। কিংবা একটু আধটু ভুল হলে মানুষ ভয় দেখায় আর এই মানুষটা রঙবেরঙের শাস্তি দিয়ে বসে। কখনো বা সকাল সকাল চা বানাতে পাঠায় আবার পড়া না হলে কানে ধরিয়ে দাঁড় করিয়ে রাখে। ধীরে ধীরে সাগরিকার বয়সের সাথে ব্যস্তানুপাতিক হারে কমেছে শাস্তির পাল্লা।এক দিকে তাশদীদ অন্য দিকে তার অদৃশ্য কোনো এক প্রেমিক।
সাগরিকার ধারণায় যে আসে অন্য জগত থেকে। বিয়ের কথা বললেই সে আসবে, তার গন্ধ পাওয়া যায়। মিষ্টি একটা গন্ধ সাথে উপহার হিসেবে থাকে এক জোড়া নুপুর। এসবের মাঝে সাগরিকা বুঝে পায় না সে কীভাবে এই মানুষের প্রেমে হাবুডুবু খেল। তবে প্রথম অনুভূতি প্রকাশে যদি প্রত্যাখান পায়? নানান জল্পনা কল্পনায় মানুষটাকে পেয়েও হারিয়ে ফেলা এই মেয়েটার গল্পে রয়েছে বিচ্ছেদ, ভালোবাসা কিংবা প্রতিহিংসার গল্প।
গল্পটা একটা মিষ্টি প্রেমের, গল্পটা তাশদীদ সাগরিকার।” DRIVE