“Book Descriptions: গ্রন্থাকারে প্রকাশিত মিরজা আবদুল হাইয়ের প্রথম উপন্যাস ‘ফিরে চলো’ পাকিস্তানে আটকে পড়া বাঙালিদের খোলা বন্দিত্ব আর বাদশা-খানদের সোনাদানা, চরস ইত্যাদি নিষিদ্ধ পণ্যের মতো মানুষ স্মাগলিংয়ের দলিল। কিশোরী ঈভুর মতোই সাবের আহমেদ, আলমগীর খান কেউ এতদিনের প্রিয় জিনিসপত্র ছেড়ে দিতে রাজি নন। তবু ছাড়তে হয়েছে সব, মাতৃভূমির ডাকে। ধন-মান-প্রাণ বাজি রেখে আইন ভেঙে প্রচণ্ড শীতে হিন্দুকুশ অতিক্রম যেন বাঙালির আরো এক স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। সুলেমানের বিচার চাওয়া, সব বাঙালির বাড়িতে লেখা কতল, হিন্দুকুশে ঈভুকে চিরদিনের জন্য ফেলে আসার আশঙ্কা ইত্যাদি অজস্র চমৎকার ঘটনার সমাহার ‘ফিরে চলো’র পূর্ণতা এনেছে। দি বাংলাদেশ অবজারভার পত্রিকার সাহিত্য সাময়িকীর গ্রন্থ আলোচনা কলামে জামাল আরসালান ‘ফিরে চলো’ উপন্যাস সম্পর্কে যথার্থই বলেন, ‘The novel does not confine itself merely to the adventurous but in true nineteenth century tradition of the novel covers a hundred and one different topics which makes the book very interesting. Pakistani families are shown specially in their relationship with Bengalis revealing that in any relationship while race, religion and social status make a difference it is friendliness which is the ultimate basis.’” DRIVE