“Book Descriptions: আমরা সবাই দেখতে দেখতে বড় হয়ে যাই। কিন্তু ছোটো থাকার ব্যাপারটা আমাদের সঙ্গেই রয়ে যায় বিভিন্নভাবে। হয়তো মায়ের দেরাজে রাখা অ্যালবামের ছবি হয়ে। কিংবা নিজেরই আঁকা কোনো আঁকাবাঁকা ছবিতে। কিংবা বাড়ির দেয়ালে কালিমাখা ছোট্টো হাতের ছাপে আমাদের ফেলে আসা সময়ের সেই ছোট্টো-আমাদের চিহ্ন রয়ে যায়। এই বইয়ের গল্পগুলো সেই অতীত শিশুদের।
আজ যে ছোটো, সে এই বইটা পড়ে যেমন জানতে পারবে, জলদস্যু হতে গেলে ছোটোদের কী খাটনিটাই না পোহাতে হয়, তেমনি আবার আজ যে বড় হয়ে গেছে, সেও ফিরে যেতে পারবে অনেক দূরের শৈশব নামের দেশটায়, যেখানে ঝড়ের সন্ধ্যায় চড়ুই পাখি উড়ে এসে বারান্দার ঘুলঘুলিতে গুটিসুটি হয়ে ঢুকে বসে থাকতো। আমাদের বয়স যা-ই হোক না কেন, সবার ভেতরেই একটা করে শিশু বাস করে, যে কখনোই বড় হয় না।