“Book Descriptions: অনেক, অনেক দিন পরের কথা! পৃথিবীতে তখন বুদ্ধিমান যন্ত্ররা থাকবে৷ তাদের মনে আশা-নিরাশা থাকবে। জীবনে সুখ-দুঃখ থাকবে৷ থাকবে সমস্যা আর তার সমাধান৷ তাদের মধ্যে বুদ্ধিমান যেমন থাকবে, তেমনি অনেকে থাকবে নিরেট মাথার নির্বোধ। ভীতু যন্ত্রের পাশাপাশি থাকবে অসীম সাহসীরা৷ কথায় আর কাজে কারো থাকবে যুক্তি, আবার কারো মানবীয় আবেগ অনুভূতি৷ তাদের অনেকে ভালোবাসবে, আবার কেউ মেতে উঠবে ধবংসে। দু-একজন ধূসর সেই ধবংসস্তুপে অপেক্ষা করবে রঙিন প্রজাপতির জন্য, আর অন্যেরা আশায় থাকবে ফিনিক্স পাখির মতো পুনর্জন্মের। বইটির সাতটি কল্পগল্পে আমরা ভবিষ্যতের যন্ত্রদেরকে গভীরভাবে অনুভব করবো৷ কুশীলবেরা কখনো রোবট, কখনো কম্পিউটার আবার কখনো রেপ্লিকেটর৷ গল্পগুলো পড়তে পড়তে আমরা এক ধরণের আপাত দ্বন্দ্বের ভেতরে নিজেদেরকে আবিস্কার করবো- মানুষের তৈরি এই যন্ত্ররা কি মূলত আমাদেরই ধাতব রূপ? নাকি আমরাই আসলে তাদের এক একটি জৈবিক প্রতিবিম্ব?” DRIVE