“Book Descriptions: ছিপছিপে গড়ন আর দুষ্টু মেজাজের খোকাকে স্কুলের সকল আণ্ডাবাচ্চা এক নামে চিনে, খোকা ডেঞ্জারাস। কারণ ছেলেটার কাণ্ডকীর্তি সব এমন যে দেখলে গায়ে কাঁটা দেয়। তার নাকানি চুবানি থেকে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসী এমনকি বিশালাকৃতির পোষা কুকুর হালুমও রেহাই পায় না। অথচ রীতিমতো ত্রাসে পরিণত হওয়া এই দুষ্টুটাই যেকোনো মানুষকে সহযোগিতার বেলায় সবার আগে উপস্থিত থাকে।
খোকার তেলতেলে সহজ সরল জীবনে যন্ত্রণা বলতে কেবল সহপাঠী বাবু আর অর্পা। একজন সুদূর ঢাকা শহর থেকে এসে জুড়ে বসেছে, আরেকজন আগে থেকেই মাথায় উঠে তবলা বাজাচ্ছে। স্কুল ঘিরে এই ত্রিরত্ন আর বাদ-বাকিদের কাহিনি তামাশা আপনাদের মুখে হাসি ফোটাতে বাধ্য।
কিন্তু যে স্কুল নিয়ে সবার উচ্ছ্বাস, হাসি-আনন্দ, সে স্কুলেই হঠাৎ এক জটিলতা তৈরি হয়। খোকা ও তার বন্ধুরা কি সেই জটিলতা থেকে প্রাণপ্রিয় স্কুলকে উদ্ধার করতে পারবে? জানতে চাইলে সকাল সকাল হাতমুখ ধুয়ে নাস্তা সেরে বইটি নিয়ে বসে পড়ুন। ও হ্যাঁ, জানিয়ে রাখি- এদের শৈশব, দুরন্তপনা, দুষ্টুমির মাঝে খুঁজে পেতে পারেন নিজের শৈশবকেও। হ্যাপি রিডিং!” DRIVE