“Book Descriptions: প্রায় দেড়যুগ ধরে গল্প লিখছেন আহমাদ মােস্তফা কামাল, নানা ধরনের গল্প, কিন্তু এই প্রথম শুধুমাত্র তাঁর প্রেমের গল্পগুলাে সংকলিত হল এই গ্রন্থে। “আমাদের সময়টি সম্পর্কহীনতার সময়। কোথাও সম্পর্কিত হই না আমরা, আমাদের বন্ধুত্বের মধ্যে থাকে অবিশ্বাস্য, প্রেমগুলাে গড়ে উঠে না, উঠলেও তুচ্ছ কারণ ভেঙে যায়। কীভাবে প্রেম হবে আমাদের? প্রেম তাে মানুষের শ্রেষ্ঠতম মুহূর্তের নাম, আমাদের জীবনে শ্রেষ্ঠ মুহূর্ত কোথায়? তিনি নিজেই বলেছিলেন একথা। তবে কি প্রেমের গল্প আর লেখা হবে না, লিখবেন না এ সময়ের লেখকেরা? হবে, কিন্তু তরল হবে না, সেই গল্পগুলাে। এই সময়ের সংবেদী রূপকার, শক্তিমান কথাশিল্পী আহমাদ মােস্তফা কামাল সেটিই করে দেখালেন। তাঁর অনুপম-সজীব-নির্বিকার গদ্যে লিখলেন আমাদের সময়ের এক গভীর গভীরতর অসুখের কথা-সম্পর্কহীনতার কথা—সম্পর্কহীনতার কথা, প্রেমহীনতার কথা, নিঃসঙ্গতার কথা, যােগাযােগহীনতার কথা, বিচ্ছিন্নতার কথা, অনতিক্রম্য বৃত্তে ঘুরপাক খাবার অকথ্য যন্ত্রণার কথা। এই গল্পগুলাে পড়তে পড়তে আমাদের মন বেদনাভারাক্রান্ত হয়ে উঠবে, যথন। আমরা দেখব সম্ভাব্য সম্পর্কগুলােও গড়ে উঠছে না; দুজন মানুষ প্রেমময় একটি সম্পর্কে জড়িয়ে পড়তে জাইরে তাদেরকে এক সুরে এক ছন্দে বেজে উঠতে হয়, তা তাে উঠছেই না, এমনিক কেউ একজন অন্য । আরেকজনকে নিজের সুরে ও ছন্দে বাজাতেও পারছে না। কোনাে প্রেমই দাঁড়াচ্ছে না কোথাও, প্রেম যেন স্বল্পস্থায়ী এক খেলা, অবলীলায় মুহূর্তের ঝড়ে তা ভেঙে পড়ছে, ভেঙে যাচ্ছে, ভেঙে পড়েই থাকছে, জোড়া । লাগছে না, আর, সবার সামনে জোড়া লাগানাের অভিনয় চলছে শুধু। কিন্তু প্রেমে পড়ার বা বেজে ওঠার আকাঙ্ক্ষাটি তাে আর হারিয়ে যায়নি, এই গল্পগুলােত ধরা পড়ল সেই আকাঙ্ক্ষার কথাও। জাদুবিস্তারী বর্ণনায় তিনি সাজালেন মানুষের নিভৃত ও কোলাহলমগ্ন মুহূর্তগুলাে আর প্রেমের গল্পগুলােকে নিয়ে গেলে এক দার্শনিক উচ্চতায়।
সূচিপত্র:
- বড় বেদনার মতাে বেজেছে, - ডাক - এটি একটি প্রেমের গল্প হয়ে উঠতে পারত - ঘনায়মান সন্ধ্যা অথবা বেজে ওঠার গল্প - আর কিছুই ছিল না হারাবার - এটি কোনাে রূপকথা নয় - ঘর - শরীরের গন্ধ - নিছক প্রেমের গল্প” DRIVE