“Book Descriptions: কিছু মানুষ জীবনকে আশ্চর্য নির্লিপ্তভাবে নিতে জানে—ভেঙে পড়ে, কিন্তু মচকায় না। সুনির্দিষ্ট কোনো লক্ষ্য ঠিক করে এরা জীবনের পথে পা বাড়ায়নি। জীবনে এটা হতে হবে, ওটা করতে হবে তেমন কোনো অ্যামবিশন তাদের নেই। নিঃসঙ্গ হতে চায়নি কখনো—তবু তারা একা। সে কারণেই মুহূর্তটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে হয় তাদের। এরা বার বার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। যা নেই তার চেয়ে যা আছে সেই বিষয়গুলোতে মনোযোগ দেয়। একদম কম্পাস দিয়ে মেপে একটা বৃত্ত এঁকে তার মধ্যে থাকতে চায়। শক্ত করে কিছু একটা আঁকড়ে ধরতে চায় যেন সেই বৃত্তের বাইরে তাদের কেউ টেনে নিয়ে যেতে না পারে। প্রায়শই ব্যর্থ হয় তারা। তখন ভেঙে পড়ে আবার। তারা নিঃসঙ্গ কিছু মানুষ। আর নিঃসঙ্গতা ব্যাপারটাই বড় অদ্ভুত! যত দূরে সরতে চাইবেন, ততই সে আপনাকে পেয়ে বসবে। পার্টি করবেন, হুল্লোড়ে মাতবেন। নিস্তার নেই। মানুষ শেষ পর্যন্ত একা। এমন এক গন্তব্যের দিকে সে ছুটে চলে যেখানে সে পৌঁছতে চায়নি কখনো। ব্লাইন্ড স্পট সেইসব নিঃসঙ্গ মানুষের গল্প। ১১ জন আলাদা আলাদা মানুষের গল্প।” DRIVE