“Book Descriptions: হারুকি মুরাকামির ছোটগল্পের বই আছে মোট পাঁচটি। সেগুলোতে এ পর্যন্ত প্রকাশিত হয়েছে মোট ৬২টি ছোটগল্প। এই বইটি তাঁর আটটি গল্পের বাছাই করা সংকলন। এর মধ্যে ২০২১-এ প্রকাশিত মুরাকামির সর্বশেষ গল্প সংকলন ফার্স্ট পারসন সিঙ্গুলার থেকেও দুটো গল্প আছে। মুরাকামির গদ্য সূক্ষ্ম ও রহস্যময়। তাঁর সৃষ্ট চরিত্রগুলোও অদ্ভুতরকমের সরল আর জাদুর মতো বাস্তব। প্রকরণের দিক থেকে এই বইয়ের গল্পগুলোকে নির্দিষ্ট কোনো ধাঁচে ফেলা কঠিন। কিন্তু গল্পগুলোর সাধারণ যে বৈশিষ্ট্য পাঠককে আকৃষ্ট করে তা হলো, তাঁর চরিত্রগুলো অন্তর্মুখী, প্রায়শই আত্মবিশ্বাসহীন। মুরাকামির গল্প পড়তে পড়তে নিঃসঙ্গতার একটা চোরা স্রোত বয়ে যায় পাঠকের ধমনিতে। কিছু গল্প অস্বস্তি তৈরি করে; মনে দাগ কাটে। কোনো কোনো গল্প আপনাকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে কমফোর্ট জোনের বাইরে। যেন চেনা পৃথিবীর গল্প নয় এগুলো নয়। এসব সত্ত্বেও পৃথিবীব্যাপী কোটি কোটি পাঠক কেন মুরাকামির লেখা ভালোবাসবে? গল্পগুলো পড়লেই শুধু তা বোঝা যাবে।” DRIVE