“Book Descriptions: একই দিনে দু-দুটো স্মরণীয় ঘটনা ঘটে গেলে কারাে কারাে জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। উনিশ শ’ একাত্তরের সাতই মার্চ রেসকোর্সের জনসমুদ্রে আনােয়ার এক অথৈ দিবাস্বপ্নে ডুবেছিল । লক্ষ জনতার কলােরল ছাপিয়ে তার কানে বেজেছিল অযুত-নিযুত ঘােড়ার পায়ের আওয়াজ আর বিচিত্র ধ্বনিব্যঞ্জনাময়-স্বাধীনতা। সেই একই দিনে ঢাকা শহরের লালমাটিয়া ব্লক সি-র প্রায় নিভৃত বাড়িতে সানা নামের সদ্য-তরুণী গায়ে-মুখে হলুদ মেখে নিজের জন্য নির্মাণ করেছিল অন্য নিয়তি। ঘটনা দুটোর পারস্পরিক ঐক্য বেশ জটিল। কিন্তু নিয়তির মতােই ঘটনা দুটো একে অন্যকে প্যাঁচিয়েছে। দিনে দিনে প্যাঁচটা গাঢ়, গভীর অবিচ্ছিন্নতায় রূপ নিয়েছে এবং ধীরে ধীরে একটা গােটা জনপদে, মানচিত্রে ছায়া ফেলেছে। এ কাহিনী ইতিহাস নয়। নকশা বিশ বছরের, রৌদ্র ও ছায়ার।” DRIVE