“Book Descriptions: "মানুষ পরিব্রাজক। জীবনের অন্বেষণে ঘুরতে ঘুরতে কোথা থেকে কোথায় সে পৌঁছে যায় নিজেও জানে না। উৎস থেকে মোহনায় এসে সমুখ শান্তি পারাবার দেখে তার মনে পড়ে শেকড়ের কথা। শেকড়ের খোঁজে সে ফিরতে চায় স্মৃতি বিস্মৃতির পথ বেয়ে তার প্রত্ন ইতিহাসে। যে ইতিহাসচর্চা থেকে উঠে আসে প্রান্তিক জনপদের কাহিনী। সাম্প্রতিককালে যা সাবলটার্ন ইতিহাস। আর এভাবেই সমুদ্রাগামী মোহনার মানুষ ফেরে তার শেকড়ে।"
সুবর্ণরেখা নদী তীরবর্তী, উৎস থেকে মোহনা পর্যন্ত, কতই না জনপদ, জনজীবন আর কতশত পরিবার! এমনই এক পরিবারকে কেন্দ্র করে গড়ে ওঠা, বিবর্ধিত ও আলোড়িত হওয়া এক আশ্চর্য আখ্যান শোনাচ্ছেন সাবলটার্ন লেখক নলিনী বেরা তাঁর এই 'ছাঁচ-ভাঙা' নদীছন্দিত উপন্যাস 'সুবর্ণরেণু সুবর্নরেখা'য়।” DRIVE