“Book Descriptions: – “কিয়ামুল লাইল”- বইটি মূলত ‘শাইখ আহমাদ মুসা জিবরিল’- এর কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের উপর দেয়া লেকচার ‘The Ultimate Pleasure of a Beliver on This Earth (Qiyaam Al- Layl) এর বাংলা অনুবাদ । বইটির সম্পাদক ‘আবু বারিয়াহ্’ ।
আমি নির্দ্বিধায় বলতে পারি, ইনশাআল্লাহ্ আপনি এমন একজন শহিদ কিংবা হকপন্থী আলিমও পাবেন না, যিনি জীবনে কোনোদিন তাহাজ্জুদ পড়েননি। আজকের তথাকথিত মূর্খ আলিমরা উম্মাহ্কে ভ্রষ্টতার দিকে ঠেলে দিয়েছে। কারণ তারা কোনোদিনই ইবনু তাইমিয়াহ্ কিংবা ইমাম আহমাদ ইবনু হাম্বলের মতো রাতের গভীরে তাঁদের রবের প্রতি সাজদাহ্য় অবনত হয়ে আল্লাহ্র দরবারে সঠিক পথের দিশা চায়নি। আল্লাহ্র দরবারে রাতে সাজদাহ্য় কাটানো ব্যক্তি কখনও দিনের বেলায় কাফিরদের সন্তুষ্ট করতে পারে না, কিংবা আকিদাহ্র যে বিষয়ে কোনো মতভেদ নেই, সে বিষয়ে উম্মাহ্কে গোমরাহ করতে পারে না।'
শাইখ আহমাদ মুসা জিবরিল যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। ইসলামী শরীয়াহ’র ওপর মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিগ্রি নেন। প্রখ্যাত সালাফি আলেমদের সোহবতে থেকে তিনি উপকৃত হয়েছেন।” DRIVE