“Book Descriptions: ছোট একটা শহরে ঘটে চলেছে একের পর এক 'খুন' ! বেশ কিছু বছর ধরে ধারাবাহিক ভাবে খুন গুলো ঘটলেও, খুনের সুরাহা আজও হয়নি।
যদিও গল্পের অভাব নেই ছোট শহরটায়; তবু, সুযোগ পেলেই গল্পের আসর জমিয়ে বসেন -' আলি চৌধুরী '। একান্তই তার নিজের জীবনের গল্প; আধিভৌতিক - পরাবাস্তব সেই গল্প-গুলো শুনলে খুব সহজেই যেন লৌকিকতা ভুলে যেতে হয়।
'অনিমেষ' -পেশায় ক্রাইম রিপোর্টার। এই মধ্যবয়সেও রাত-বিরাতে বেড়িয়ে পড়তে হয় তাকে, খুনে শহরের বৈচিত্র্যময় খুন-গুলো তাকে শান্তি বা স্বস্তি কিছুই যেন দিতে চায় না!
ময়নাতদন্তে কোন লাশের শরীরেই আঘাতের চিহ্ন থাকে না, কিন্তু নিষ্প্রাণ মৃতের স্থবিরতা যেন চিহ্ন রেখে যায় ভয়াবহ কোন বিষাদের, সম্যক গরল মিশ্রিত যেন সেই বিষাদ!
অন্যদিকে মাঝে মধ্যেই শহর থেকে নিখোঁজ হয়ে যায় কিছু লোক; জীবিত বা মৃত- কোন অবস্থাতেই এই নিখোঁজ মানুষ গুলোর কোন হদিস আর মেলে না!
মানুষ খুন করছে 'কে' বা 'কারা'? মানুষ নিখোঁজের পেছনের গল্পটাই বা কি?
কলকাঠি কি কোন সংঘের হাতে?
নাকি সব কিছুর জন্যে কেবলমাত্র একটি শীতল মস্তিষ্কই দায়ী?
চৌকস পুলিশ অফিসার 'আরিফ আফসারি'র কাছে উড়ে আসে কিছু বেনামি চিরকুট!