“Book Descriptions: সাকিব জানে না, তার হাতে থাকা বাক্সটা তার বোকামির ফল নাকি নিয়তি। শুধু এইটুকু জানে, এই বাক্সে থাকা তালপাতার পুঁথিগুলো মৌর্য আমলের। যা পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে একটি দল, অথবা দুইটি। নতুন পাওয়া বন্ধু শ্রীতমা, এবং দৈবক্রমে দেখা পাওয়া সুদর্শন অধ্যাপক সমুদ্রের সাথে বারবার তার পথ মিলে যাচ্ছে- অথচ এই দুই ভারতীয়র সাথে বাংলাদেশী সাকিবের কখনো সম্পর্ক ছিল না। তেইশশো বছর আগের যেই উপাখ্যান সাকিব জানে, তার এবং মৌর্য সাম্রাজ্য থেকে গোপনে এতকাল ধরে কার্যক্রম চালিয়ে আসা অজ্ঞাত নয়ের সাথে এই সাধারণ দেখতে তালপাতাগুলোর সম্পর্ক বা কী! অন্যদিকে, তেইশশো বছর আগে সাংকেতিক নাম ধীমান নিয়ে যেই মধ্যবয়সী মানুষটি কিছু পুঁথি নিয়ে ছুটে চলেছেন, তিনি নিজেও কি আর জানতেন- ইতিহাস কখনো মরে না? কে বা কারা যেন তাঁর যাত্রাপথে প্রতিটি যাত্রাবিরতির মঠে মধ্যবয়সী পুরুষদের হত্যা করে তাদের সর্বস্ব চুরি করছে, ধীমান জানেন তাদের আসল লক্ষ্য তিনি নিজে। ধীমানের গন্তব্য এক চোখ অন্ধ আচার্যের কাছে, বয়সে তরুণ সেই আচার্য অল্প কিছু মানুষের একজন, যিনি জানেন, ধীমানই অজ্ঞাত নয়ের নবম জ্ঞানী… কিন্তু বর্তমান সময়ের ধীমান কে? সাকিবের এই যাত্রাপথের কোথাও কি সেই নবম জ্ঞানী রয়েছে? মৌর্য সাম্রাজ্যের অতীতের সাথে বর্তমান সময়ের সাধারণ যুবক সাকিবের যোগসূত্রই বা কোথায়?” DRIVE