“Book Descriptions: যোগাযোগটাই নাটকীয়। সেই কবেকার কলেজ-জীবনের কিছু পাত্রপাত্রীর প্রায় বছর কুড়ি বাদে আবার মুখোমুখি দেখা মহারাষ্ট্রে। কলকাতা থেকে বক্তৃতার কাজে এসেছেন অধ্যাপক মহানাম। অজন্তার টানে এসেছে মহানামেরই পুরনো ছাত্রী এষা। এষা যাদের অতিথি, সেই দম্পতিও মহানামের পুরনো ছাত্র-ছাত্রী। একদা বোহেমিয়ান কবি এখন একজিকিউটিভ গৃহস্থ অরিত্র চৌধুরী ও তার অবাঙালী স্ত্রী নীলমের সঙ্গে এষা ও মহানামের সম্পর্ক শুধুই কলেজের চারদেয়ালে সীমাবদ্ধ ছিল না। বহু আলো-অন্ধকার, বিচিত্র রহস্য-জটিলতা এদের পুরনো সম্পর্কে। এই জটিলতার কেন্দ্রে এখন আরও একজন। কিশোরী পুপু, অরিত্র-নীলমের একমাত্র সন্তান। আরও দুই নতুন চরিত্র। বিক্রম ও তার স্ত্রী সীমা। এই সাতটি চরিত্রকে ঘিরে একদিকে পুরনো সম্পর্কের জের টেনে নতুন করে যবনিকা-ওঠানো নাটক, অন্যদিকে প্রতিটি নারী-পুরুষের নতুন ভূমির উপর আলো-ফেলা-এই সমস্ত-কিছু মিলিয়ে এক দারুণ গূঢ়-গভীর ও চমকপ্রদ উপন্যাস, ‘পঞ্চম পুরুষ’।” DRIVE