“Book Descriptions: 'আমি আমার জীবনের সবচেয়ে বেশি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টি সাস্টে কাটিয়েছি। যেকোন হিসেবেই আমার সাস্ট জীবন ছিল আনন্দময়, ঘটনাবহুল এবং উত্তেজনাপূর্ণ। মাঝে মাঝেই দেশে-বিদেশে আমার কোনো একজন প্রাক্তন ছাত্র বা ছাত্রীর সাথে দেখা হয়, তারা এখন বড়ো হয়েছে, প্রায় সবাই অনেক গুরুত্বপূর্ণ মানুষ হয়েছে। গল্পে গল্পে হঠাৎ তারা সাস্টের কোনো একটা ঘটনার কথা বলে, মাঝে মাঝেই আমি আবিষ্কার করি সেই গল্পটির কথা আমার মনে নেই! আমার স্মৃতি খুবই দুর্বল, শুধু তাই না, সেই দুর্বল স্মৃতি কীভাবে কাজ করে সে সম্পর্কেও আমার কোনো ধারণা নেই, অনেক সময়েই গুরুত্বপূর্ণ ঘটনা ভুলে যাই এবং অর্থহীন আর ছেলেমানুষি ঘটনা মনে থাকে। তাই মাঝে মাঝেই মনে হয়েছে সাস্টের সেই মধুর স্মৃতিগুলো একটু লিখে রাখলে কেমন হয়? এই বইটা তার প্রথম প্রচেষ্টা। আমার ধারণা, যতই সময় যাবে ততই নানা ঘটনা মনে পড়বে এবং একটু করে আরো অনেক কিছু লেখা হবে।'