“Book Descriptions: বিদ্রোহী কাজী নজরুল ইসলামের অসামান্য এক সৃষ্টি। কেউ যদি এই কবিতায় উল্লিখিত মিথিক্যাল চরিত্রগুলোকে জুড়ে জুড়ে পড়তে থাকেন, তাহলে দেখতে পাবেন এই মিথিক্যাল চরিত্রগুলোও আবার নিজেদের সাথে একটা স্তরে যুক্ত। সেই কানেকশনগুলোকে এক জায়গায় টানলে একটা আলাদা নতুন অর্থের জন্ম হয়, মনে হয় যেন কবিতার আড়ালে নজরুল বুঝি কিছু একটা বলতে চাইছেন!
আমার রূপকল্প হচ্ছে নজরুল বিদ্রোহীতে একটা মিথের নকশী কাঁথা তৈরি করেছেন। দূর থেকে সেই কাঁথার দিকে তাকালে নানারকম কালারফুল ক্যারেক্টার দেখতে পাওয়া যায়।
কিন্তু এই বইতে আমি কাঁথাটা সামনে থেকে না দেখে পেছন থেকে দেখার চেষ্টা করেছি।
আমি বলতে চেয়েছি ভৃগু, পরশুরাম, বিশ্বামিত্র, দুর্বাসা কিংবা পৃথ্বীরাজের বীরত্বের গল্পের ভেতরেই বিদ্রোহীর আবেদন শেষ হয়ে যায় না, বরং বিদ্রোহীতে নজরুল যেই স্টোরিগুলোকে নির্বাচন করেছে তারা অত্যন্ত সচেতনভাবে নির্বাচিত এবং এই সবগুলো গল্প মিলিয়ে একটা অবিচ্ছিন্ন থিসিস হাজির করেছেন নজরুল।
এবারে আমার দাবি কতটা ঠিক আর কতটা ভুল সেটার বিচার আপনারা করবেন।” DRIVE