“Book Descriptions: ঢাকা শহর যেন যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, বিশেষ আইনকে কেন্দ্র করে ফুঁসে উঠেছে পুরো দেশ, জ্বলছে পথ ঘাট। গণভবনের কেন্দ্রে বসে কী কলকাঠি নাড়ছে আসগর মাহতাব?
একের পর এক কিশোরী নিখোঁজ হচ্ছে উত্তাল রাজনীতির মধ্যেই। কেন করা হচ্ছে অপহরণ, কেউ জানে না। তবু হাল ছাড়ে না সোহেল আরমান।
অনেকদিন পর দেশের মাটিতে ফিরে কাকে খুঁজছে আইরিন? প্রতিশোধের আগুন কি নিভাতে পেরেছে সে?
সেই সুদূর ইয়েমেন থেকে আসা ইফ্রিতদের অবস্থাই বা কী? শান্তি কি পেয়েছে তারা? নাকি যুদ্ধের ডামাডোল আবার বেজে উঠেছে তাদের মধ্যে?
কুমিল্লার সেই হাবিব, কী করছে সে ইদানীং? কিংবা সেই কুইলি? আর বিশেষ ক্ষমতার সেই হাবিবা? এই টালমাটাল দেশের পরিস্থিতিতে তাদের অবস্থাই বা কী? হাবিবার পেছনে কেন লেগেছে একদল ভাড়াটে সন্ত্রাসী?
গণভবনে প্রবেশ করতে না পারা মৃত্যুঞ্জয় সমাদ্দার এখন কী করবে? তার সামনে কি কোন উপায় খোলা আছে?
কবিরাজ আর জাদুকরদের পোস্টারে ছেয়ে গেছে ঢাকার প্রতিটি দেয়াল। এর মাঝেই উত্তাল পরিস্থিতি, দেশের সামাজিক অবস্থাও ভঙ্গুর। এমন সময় কী করতে পারে ইরফান? কে আছে এসবের পেছনে? খুঁজতে খুঁজতে সে হাজির হল সেই শুভপুরে। যেখান থেকে শুরু হয়েছিল সবকিছু।
এরপর? সব কি শেষ হয়েছিল? নাকি শেষের শুরু? বিষণ্ণ প্রহরেই খুঁজতে হবে এর উত্তর।” DRIVE