“Book Descriptions: প্রিয় মানুষের মৃত্যুতে আরিয়ান দিশেহারা হয়ে গেল। শোক সহ্য করতে না পেরে সে যখন সিদ্ধান্ত নিয়েছে পৃথিবীই ছেড়ে যাওয়ার তখন বিজ্ঞানী শিহাব উদ্দিন জানালেন অন্য ইউনিভার্স কানেক্ট করার যন্ত্র আবিষ্কার করেছেন তিনি। সেখানে হুবহু আমাদের মতোই একই পরিচয়ের মানুষ আছে। এমন হতে পারে সেখানে মারা যায়নি তার ভালোবাসার মানুষ আনিলা। আরিয়ান চাইলে প্যারালাল ইউনিভার্সে গিয়ে খুঁজে দেখতে পারে আনিলাকে। নতুন আশার আলো দেখতে পেয়ে বিজ্ঞানীর যন্ত্রে চেপে অন্য জগতে হাজির হলো আরিয়ান। সেখানে সে পেয়েও গেল আনিলাকে, হুবহু তারই আনিলা। আরিয়ান সেই আনিলাকে তার জগতে নিয়ে আসার চেষ্টা করতে লাগল। কিন্তু সেই জগতে কিছু জিনিস তার জগতের মতো না। ছোট কিছু ঘটনার বাটারফ্ল্যাই ইফেক্টে সেখানে বদল হয়ে গেছে বড় কিছু জিনিসের। সেই জগতে তৈরি হয়েছে মহা ক্ষমতাধর কোম্পানী ওয়াই আর আছে আরাকটা আরিয়ান, তারই মতো। এইসব বাঁধা টপকে আরিয়ান কি অন্য ইউনিভার্স থেকে নিয়ে আসতে পারবে আনিলাকে তার ইউনিভার্সে? কি রহস্য অপেক্ষা করছে সেখানে তার জন্য?” DRIVE