“Book Descriptions: কবি, প্রাবন্ধিক ও 'কবিকৃতি' পত্রিকার সম্পাদক সুজিত সরকারের জন্ম ১৯৫৫ সালে। কিন্তু তাঁর ক্ষেত্রে সময়টা খুব বড় কথা নয়। ইদানীং প্রত্যেক কবির গায়ে একটা দশকের তকমা আঁটা থাকে। অল্প যে কয়েকজন "কবি দশকের তকমা ফাটিয়ে চিরকালের কবি হয়ে উঠতে পেরেছেন, সুজিত সরকার তাঁদের মধ্যে অন্যতম। তিনি চিরকালের কবি, চিরবর্তমানতার কবি।
তাঁর কবিতা নম্র। তবে সেই নম্রতার মধ্যে একটা দৃঢ় শুভ বোধ আছে। সুজিত সরকারের কবিতা পড়লে মন ভালো হয়ে যায়। বাঁচবার এবং মানুষ হয়ে মানুষকে ভালবাসবার ইচ্ছে চাঙ্গা হয়ে ওঠে। রবীন্দ্রনাথ বলেছিলেন, 'আমি মৃত্যু-চেয়ে বড়'। এটা ছিল তাঁর অড্যাসিটি। আর সুজিত সরকার যখন উচ্চারণ করেন: এই মহাবিশ্বে আমরা সবাই চিরদিন থেকে যাবো..../ চিরদিন আছি আমরা সবাই, চিরদিন থেকে যাবো... তখন এর মধ্যে কোনও ঔদ্ধত্য ফুটে ওঠে না। এ হল কবির অনুভূতি জগতের একটি আবিষ্কার মাত্র।
এই গুণে সুজিত সরকার অনেকের প্রিয় কবি। এমন একজন কবির 'প্রিয়-২৫' সম্পর্কে কিছু লিখতে পেরে খুব ভালো লাগছে।"—সত্যপ্রিয় মুখোপাধ্যায়” DRIVE