“Book Descriptions: কাকাবাবুর সঙ্গে সন্তু এবার এসেছে হিমালয়ে। ওরা আপাতত আছে পাথরের পুরোনো একটা গম্বুজে। খুব সম্ভবত কোনও সাহেব এখানে বসে এভারেস্টের দৃশ্য দেখবার জন্য এটা বানিয়েছিল। একটু এগোলেই এভারেস্ট-চুড়া স্পষ্ট দেখা যায়। তার বয়েসি আর কোনো বাঙালির ছেলে বোধহয় এভারেস্টকে এত কাছ থেকে দেখেনি, ও ভাবে। কিন্তু এখানে থাকার পেছনে কাকাবাবুর যে কী উদ্দেশ্য, তা সন্তু এখনও কিছুই বুঝতে পারছে না। ওদের সঙ্গের দুজন শেরপা সঙ্গীও অস্থির হয়ে উঠছে। এতদূর যেহেতু এসেছেন, কাজেই কাকাবাবুরা যে এভারেস্টে উঠবেন, ওদের এমনই ধারণা। কিন্তু ওদের সংশয় কাটে না। এমনকি সন্তুও সন্দিহান। ক্র্যাচ নিয়ে কি এভারেস্টে ওঠা সম্ভব?” DRIVE