“Book Descriptions: মাধববাবুর পিতৃ-পিতামহের বিরাট সম্পত্তি সরস্বতী নদীর ভাঙ্গনে ভেসে যায়। এখন সেখানে গজিয়ে উঠেছে গভীর জঙ্গল, দিনের বেলাতেও কেউ যেতে সাহস পায় না। এই বনবাদাড়ের ভেতরে সেই পুরোনো বাড়িটা ঠিক কোথায়, সেই হদিস পাওয়া আর মোটেও সহজ নয়। ভগ্নিপতির বাড়িতে আশ্রিত মাধববাবু প্রায়শই সেই সম্পত্তির কথা ভেবে আফসোস করেন। মানুষ হিসেবে তিনি মন্দ নন, কিন্তু দোষের মধ্যে রগচটা, আর রাগ করলেই দিগ্বিদিক ভুলে যান। এমনই এক সকালে সবার ওপর রাগ করে মাধববাবু বাড়ি ছাড়লেন আর ঘটালেন একটার পর একটা অঘটন।” DRIVE