“Book Descriptions: এই জগতে যেকোন কালে যখনই মানুষকে বলা হয়েছে তুমি কি ঈশ্বরে বিশ্বাস কর? উত্তরে মানুষ ঈশ্বরকে দেখতে চেয়েছে। উত্তরে মানুষ কার্যকরণের কথা বলেছে। উত্তরে মানুষ নিরাকারকে স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছে।
কিন্তু বুদ্ধ প্রশ্ন করেছেন 'তুমি কি দুঃখে বিশ্বাস কর?'
মানুষ জানে দুঃখ নিরাকার। তবুও মানুষ এই নিরাকারকে অনুভব করেছে। জীবনে কোন না কোন সময় দুঃখ দ্বারা সে আক্রান্ত হয়েছে। দুঃখ থেকে পরিত্রাণ খুঁজেছে।
তাই মানুষের কাছে যখন দুঃখের অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, তখন প্রখর জড়বাদী মানুষটিও অস্বীকার করতে পারেনি। তার কার্যকরণের শাখা-প্রশাখা ভেঙে পড়েছে। প্রবল আবেগে চোখ আদ্র হয়ে এসেছে মানুষের। অসহায় মানুষের আদ্র চোখ মুছে দিয়ে বুদ্ধ বলেছেন, 'এসো আমার সাথে।'
বার্ট্রান্ড রাসেল শেষমেশ ক্ষেপে গিয়ে বলেছেন, 'বুদ্ধ চতুর। নিজেকে নাস্তিক দাবি করে এই লোক সবাইকে আস্তিক বানিয়ে ছেড়েছে।'” DRIVE