“Book Descriptions: জীবন্ত কবর দিলে একটা মানুষের কেমন লাগে জানেন? আমি জানি। আমি জানি কারণ আমাকে জীবিত অবস্থায় মাটি চাপা দেওয়া হয়েছে। একবার, দুবার নয়। তিনবার। সে গল্পই বলতে চাইছি আপনাদের। আমরা গিয়েছিলাম মহাকাল গ্রামে, নিখোঁজ দুই তরুন তরুণীর সন্ধানে। মহাকাল গ্রাম কোথায়? আগে নাম শুনেননি? শুনবার কথাও নয়। স্বাধীনতার পরবর্তী কোনো ম্যাপে মহাকালের অবস্থান পাবেন না। নিজে নিজে মহাকালের পথ খুঁজে বের করতে গিয়ে লাভ নেই। শুধুমাত্র আগে থেকে যে মহাকালে গিয়েছে সে-ই জানে মহাকালের পথের নিশানা। কিন্তু একবার যে মহাকালে যায়, সে আর কখনো ফিরে আসে না। তাহলে আমি কি করে ফিরে এলাম? হ্যাঁ এই প্রশ্ন আপনার মনে আসতেই পারে। আমার মনেও প্রশ্নটা এসেছে শত সহস্রবার। উত্তর খুঁজে পাইনি। আপনি একটু চেষ্টা করে দেখবেন নাকি? দেখুন মহাকালের রহস্যভেদ করতে পারেন কিনা।” DRIVE