“Book Descriptions: ছোট এই উপন্যাসে আহসান একাধিক বয়সের ও একাধিক প্রজন্মের যোগসূত্রও বটে। তা হলে শেষ পর্যন্ত কি কোনও স্বপ্নদ্রষ্টা সে? নাকি অপরাধদর্পে আক্রান্ত, সমাজ-সংস্কৃতির চাপে ভুল খোয়াবে আচ্ছন্ন মানুষ? মানসিকভাবে সে ঝুঁকে পড়ে প্রথানুগতভাবে যাদের শ্রদ্ধা করা হয়, সেই বয়োবৃদ্ধদের দিকেই। চান মিয়ার ছোট মেয়ে রাবেয়াকে মনেপ্রাণে চায় সে। কিন্তু তাকে কি প্রেম বলা চলে? নাকি তা এই সমাজে একজন ব্যক্তি তার পূর্ণতা পেতে যা চাইতে পারে, তা থেকে সৃষ্ট কুহকাচ্ছন্ন কামনা? আধুনিক সময়ের উপন্যাসে নায়কোচিত মানুষের ঠাঁই পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে যেমন মানুষই হোক, তাকে এখন খোয়াব দেখতে হয়। আর খোয়াব প্রায়শই প্রাপ্তির সঙ্গে জড়িত থাকে না; বরং তা ভবিষ্যতের দৃশ্য নির্মাণে ব্যস্ত হয়ে ওঠে। আর এই খোয়াবে, এই ব্যস্ততায় আক্রান্ত যেন সমাজের একটি পুরো প্রজন্ম।
আহসান সে সমাজের, সে প্রজন্মের প্রতিনিধি। তার এইসব মানসিক দোলাচলকে অবলম্বন করে প্রজন্মের স্থবিরতার গভীর চিত্র তুলে ধরতে ইমতিয়ার শামীম যেন নিবিষ্ট সংবাদদাতার মতো প্রবেশ করেছেন প্রজন্মের মনের গহীনে। তুলে এনেছেন খোয়াব রন্ধন সংবাদ।” DRIVE