“Book Descriptions: মতি এবার কবজটি বের করার জন্য প্রস্তুত হলো, এক হাতে টর্চলাইট ধরে রেখে সে শরীরটা ভেতরে ঢোকায়। গর্তটা আরেকটু বড় হলে ভালো হতো, কিন্তু মতি সেটা নিয়ে মাথা ঘামাল না, ধাক্কা দিয়ে তার শরীরটা ভিতরে ঢুকিয়ে নিল। তারপর হাত বাড়িয়ে সে বয়ামটা ধরে। দীর্ঘদিন এখানে থাকার কারণে বয়ামটা প্রায় পুরোই মাটির নিচে গেঁথে গেছে। মতি বয়ামটা কয়েকবার সামনে-পিছনে ঠেলে একটু জায়গা করে নিল, তারপর টান দিয়ে সেটাকে বের করে আনে। বয়ামের ভেতরে টর্চলাইটের আলো ফেলে দেখল, সত্যি সেখানে বিচিত্র একটি কবজ। মতির মুখে হাসি ফুটে উঠল। বয়ামটি হাতে নিয়ে সে আবার ধাক্কাধাক্কি করে নিজের শরীরটা বের করে আনে।” DRIVE