“Book Descriptions: রাশিয়ান রুলেটের পটভূমি ক্ষয়ীভূত সোভিয়েত ইউনিয়ন, ব্যাংকক এবং আফ্রিকার একটি দেশ। প্রায় সারা বিশ্ব জুড়ে ডার্ক ওয়েব, সেক্স ট্যুরিজম, হিউম্যান ট্রাফিকিং কিভাবে মারণ কর্কটের মত ছড়িয়ে পড়েছে তার অনেকটা আঁচ পাওয়া যায় এই উপন্যাসের পাতায় পাতায়। উন্নত দেশের আপাত ভদ্র সভ্য মানুষের মাঝেও কতটা বর্বরতা বা বিকৃত কামনা লুকিয়ে থাকে সেই ছবিও দেখা যায় এখানে। রাশিয়ান গুপ্তচর সংস্থা কেজিবি অন্যতম দুর্ধর্ষ যোদ্ধা ইন্দো রাশিয়ান তূর্য বোস, যিনি তার কার্যকলাপের জন্য শত্রুপক্ষের কাছে "সিউডো ইউডো"(রাশিয়ান উপকথার দানব) নামে পরিচিত। কিন্তু মায়ের মৃত্যুর পর এই অপরাধ জগৎ ,অন্ধকার দুনিয়া... গোয়েন্দা সংস্থা কেজিবি সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পরেও তাকে আরও একবার ফিরতে হয় তার পুরনো কাজে, প্রিয় সহকর্মী বন্ধু সের্গেই এর নিখোঁজ কন্যা ভ্যালেন্তিনাকে উদ্ধার করতে। পৌঁছে যেতে হয় আফ্রিকার কোনও এক স্বৈরাচারী শাসকের দেশে। এসবের মাঝেই কোথাও জুড়ে রয়েছে এক টুকরো কলকাতা। কিন্তু কিভাবে? বোবো স্যাভিম্বি কে? কেন সুলতান বিন হাসেম বারবার সতর্ক করছেন তূর্যকে? কেনই বা মরিয়া ইয়াকুজা গোষ্ঠীর ডন নাকামুরা তূর্যকে খুঁজে পেতে? শেষ পর্যন্ত কি উদ্ধার করা যায় ভ্যালেন্তিনাকে? নাকি নিয়তির পরিহাসে মুচকি হেসে ফিরে আসে "দ্যাট ভেরি ওল্ড গেম রাশিয়ান রুলেট"?” DRIVE