“Book Descriptions: ~ মহাযাত্রা দ্বিতীয় খণ্ড ~ (প্রথম খণ্ডের পর)
বাস্তবতার নিকষ আঁধারে দাঁড়িয়ে এক নারী দেখেছে জীবনকে। অনুভব করেছে নতুনভাবে। উপলব্ধি করেছে, জটিল ও বন্ধুর দীর্ঘ এক যাত্রাপথের নাম জীবন। অতঃপর নিজেকে নির্মাণে ব্রতী হয়েছে সে। নির্মাণের এ পথটি কুসুমাস্তীর্ণ তো নয়ই, বরং কণ্টকাকীর্ণ। পথের বাঁকে বাঁকে সংগ্রাম, ত্যাগ ও তিতিক্ষা। কোনো ছায়াবৃক্ষ নেই এ পথে। হাজারো পথিক, অথচ একান্ত সঙ্গী নেই কেউ। জীবনপথের এ যাত্রাই 'মহাযাত্রা'। ভেঙে গুঁড়িয়ে যাওয়ার পর নবসৃষ্টির গল্প 'মহাযাত্রা'। নিভু নিভু প্রদীপশিখার জ্বলে ওঠার গল্প। 'মহাযাত্রা' ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো এক নারীর জেগে ওঠার গল্প।” DRIVE