“Book Descriptions: ফাল্লাচি তাঁর স্বভাবজাত মেধায় নারীদের যন্ত্রণাদায়ক দ্বিধা, সমস্যা এবং আশাগুলো উন্মোচনের জন্য তাদের অন্তরাত্মা, বিবেক ও হৃদয়ে গভীর অনুসন্ধান চালিয়েছেন, যা পাঠককে জাদুর মতো টানে। নিউইয়র্কার স্বাধীনতা নিয়ে তুমি অনেক আলোচনা শুনবে। ‘ভালোবাসা’ শব্দটার মতো ’স্বাধীনতা’ শব্দটারও দারুণ অপব্যবহার আছে। এমন লোকদের পাবে যারা স্বাধীনতার জন্য হয়ে যায়, নির্যাতন সহ্য করে, এমনকি মৃত্যুও বরণ করে। কিন্তু স্বাধীনতার জন্য নির্যাতিত হওয়ার সঙ্গে সঙ্গে তুমি আবিষ্কার করবে যে স্বাধীনতার কোনো অস্তিত্ব নেই। বড়জোর স্বাধীনতার অনুসন্ধানের মধ্যেই এর অস্তিত্ব।” DRIVE