“Book Descriptions: লেখক তাঁর অরণ্যবাসের অসাধারন অভিজ্ঞতাগুলিকে সুখপাঠ্য কাহিনিতে পরিণত করে ‘কথাসাহিত্য’ পত্রিকাতে ধারাবাহিকভাবে প্রকাশ করেন। সেগুলিকে নিয়েই তিনি পরবর্তীকালে ‘জঙ্গলে জঙ্গলে বইটির রূপ দেন। সেযুগে বনভূমি ছিল অতি দুর্গম এবং বিপদসংকুল। যাতায়াতের পথঘাট প্রায় ছিলই না।, যোগাযোগ ব্যবস্থাও চিল সেইরূপ। বর্তমান বইটি পড়লে পাঠকেরা বিশেষভাবে রোমাঞ্চিত হবেন। তৎকালীন জঙ্গলের বুকে কর্মময় জীবনযাত্রা যে কীভাবে চাকুরিজীবনে প্রতিফলিত হত তার একটি সুনিপুণ প্রতিচ্ছবি আমরা এখানে দেখতে পাই এবং আজকের উন্নততর পথঘাট ও শিল্পবিপ্লবে তাঁদের ভূমিকা যে কত গুরুত্বপূর্ণ ছিল সেটিও পাঠকমনকে নাড়া দেয়।
বর্তমান বইটিতে সংযোজিত হয়েছে লেখকের সংগৃহীত তৎকালীন কিছু ছবি। এ ছাড়াও আছে কন্যাপ্রতিম দৌহিত্রী মঞ্জরী ঘোষকে লেখকের নিজের হাতের লেখা ১৯৫১ সালের একটি চিঠি এবং জঙ্গলের ভেতরে একটি ক্যাম্পের নকশাচিত্র।” DRIVE