“Book Descriptions: ‘‘হা সুখী মানুষ, তোমরাই শুধু জানলে না অসুখ কত ভালো কতো চিরহরিৎ বৃক্ষের মতো শ্যামল কত পরোপকার কত সুন্দর’’ -এমন উচ্চারণ কেবল মাত্র একজন কবিই করতে পারেন, যিনি খুব অল্প বয়সে অসুখের যন্ত্রণায় বুঁদ হয়েছিলেন। কবির বন্ধুর ভাষ্যে ‘‘একটুখানি আয়ুষ্মতী ঘুম চেয়েছিলেন’’-আবুল হাসানের অকাল মৃত্যুর পূর্বে বিনিদ্র রাত্রিগুলো এভাবেই দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছিল। তারপর সেই কালঘুম তাকে চিরতরে ঘুম পাড়িয়ে দিল, নিয়ে গেল লোকচক্ষুর আড়ালে-রয়ে গেল শুধু থোকা থোকা দুঃখের মতো অসামান্য টলটলে সব কবিতা এবং সতীর্থদের বেদনামাখনো স্মৃতি এবং একখানি সুরাইয়া খানম মিথ।” DRIVE