“Book Descriptions: আঠেরশাে নব্বই সাল। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম ঘুঘুডাঙার জমিদারবাড়িতে ঘটে গেলাে এক দুঃসাহসিক চুরি। জমিদারবাড়ির শতাব্দীপ্রাচীন বিশাল শিবলিঙ্গের মাথা থেকে সােনার ত্রিপুণ্ড্রক খুলে নিয়ে গেলাে এক বিদেশী চোর। অনাথ ভজনকে কোলেপিঠে মানুষ করেছিলাে ডাকাবুকো লেঠেল লখাই সামন্ত। হঠাৎ করে খুন হয়ে গেলাে সে। গ্রামের মহাজন ব্রজনারায়ণ তিওয়ারির নজর পড়লাে তার ভিটের ওপর। তারপর কী হলাে? ভজন কী বাঁচাতে পারলাে তার ভিটে? ঘুঘুডাঙার মিত্তিরদের জমিদারবাড়ির শিবরাত্রির সলতে ব্রজনারায়ণ মিত্তির আজ থেকে পাঁচ বছর আগে হঠাৎ করেই উধাও হয়ে যান। আবার ফিরেও আসেন ধূমকেতুর মতাে। কোথায় গেছিলেন ব্রজনারায়ণ ? ফিরেই বা এলেন কেন? এদিকে ঘুঘুডাঙায় জড়াে হয়েছে বেশ কিছু সন্দেহজনক চরিত্রের নােক। একজন দাঁতের ডাক্তার, এক তান্ত্রিক সন্ন্যাসী আর দু’জন ছদ্মবেশী সি আই ডি অফিসার। এঁরা কারা? কেনই বা এসেছেন এখানে? কী লেখা ছিলাে সেই চুরি যাওয়া সােনার ত্রিপুণ্ড্রকে? তার খোঁজে কে বা কারা উঁকিঝুকি দিচ্ছে ঘুঘুডাঙায়? রহস্য রােমাঞ্চ ভূত আর মজাদার অ্যাডভেঞ্চার কাহিনী নিয়ে লেখা উপন্যাস মিত্রিবাড়ির গুপ্তধন।” DRIVE