“Book Descriptions: যুগে যুগে সাহিত্য মানুষকে দিয়েছে কল্পনার জগতে অবাধ বিচরণের সুযোগ, পরিচয় করিয়ে দিয়েছে বিভিন্ন সংস্কৃতির সাথে, সময়ের সাথে, ইতিহাসের সাথে। সার্বিক বিচারে সাহিত্য এক স্রোতস্বিনী নদীর মতো, যে কখনো থামতে জানে না। জানে শুধু বয়ে চলতে। আর নিজ গতিতে চলতে চলতেই সে সৃষ্টি করে অসংখ্য শাখা-প্রশাখা। সাহিত্যের তেমনই এক সমৃদ্ধ, শক্তিশালী শাখা হচ্ছে রোমাঞ্চ-থ্রিলার-ভৌতিক ঘরানার ফিকশন। এই ঘরানা নানাভাবে আমাদেরকে মানুষের, সমাজের, পরিস্থিতির অন্ধকার দিকের সাথে পরিচয় করিয়ে দেয়, যা কিনা গভীর রাতের অন্ধকারের চেয়েও কালো। সাহিত্যের এই শাখা আমাদের শিহরিত করে বারবার, ঠিক যেমন রাতের নিস্তব্ধতায়, গাঢ় অন্ধকারে আমরা অজানা আতঙ্কে ভুগি। সেই চিরচেনা অনুভূতির সাথে মিল রেখেই আমাদের এই সংকলনের নাম নিশুতি।
উল্লেখ্য যে, শুরুতে নিশুতি-কে সিরিজ করার পরিকল্পনা ছিল না। তবে পাঠকদের কাছ থেকে ব্যপক সাড়া পাওয়ায় আমরা সিদ্ধান্ত নেই, একটি মানসম্পন্ন সিরিজ হিসেবে নিশুতি চলমান থাকবে। তারই ধারাবাহিকতায় ২০১৯ সালের ডিসেম্বর মাসে ২০২০ সালের বইমেলাকে কেন্দ্র করে প্রকাশিত হয় নিশুতি-২ নামে সিরিজের দ্বিতীয় গল্প সংকলন। সুবিশাল কলেবরের নিশুতি-২ নি:সন্দেহে বাংলাদেশের মৌলিক হরর-থ্রিলার গল্প সংকলনের মাঝে একটি মাইলফলক হয়ে থাকবে। মানচিত্রের সীমারেখায় বিভক্ত হয়েও এপার-ওপার দুই বাংলা সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে একই সুতোয় বাঁধা। সেই বন্ধন আরও দৃঢ় হয়েছিল একই মলাটে দুটো দেশের একঝাঁক প্রথিতযশা ও নবীন লেখকদের লেখা হরর-থ্রিলার গল্প সংকলিত করার মাধ্যমে। শ্রদ্ধেয় মুহম্মদ জাফর ইকবাল, মুহম্মদ আলমগীর তৈমূর, আহসান হাবীব, ইন্দ্রনীল স্যানাল, হিমাদ্রিকিশোর দাশগুপ্ত প্রমুখ - লেখক তালিকার দিকে একবার তাকালেই সেটা স্পষ্টভাবে আমাদের চোখে ধরা দেয়।
অসহনীয় এক থমথমে পরিস্থিতিতে কেটেছে আমাদের ২০২০ সাল। অসুস্থতা, আতঙ্ক, প্রিয়জন হারানোর শোক, অর্থনৈতিক অস্থিতিশীলতা - আণুবিক্ষণিক এক ভাইরাসবাহিত প্যান্ডেমিক আমাদের সবদিক থেকে পঙ্গু করে দিতে চেয়েছে । তবু আমরা হার মানতে শিখিনি নানাভাবে নতুন বছরে এসে আমরা কিছুটা মানিয়ে নিতে শিখেছি, সবকিছু গুছিয়ে নিতে চেয়েছি নতুন করে। "নিউ নরমাল" জীবনধারায় অভ্যস্ত হয়ে আমরা আবার ফিরিয়ে এনেছি আমাদের পুরনো নিশুতি সিরিজকে। সেই প্রচেষ্টা থেকেই "নিশুতি- ৩।"
সাহিত্যকে কোন নির্দিষ্ট গণ্ডির ভেতর বেধে রাখা যায় না। বিশদ অর্থে হরর-থ্রিলার জনরায় আবদ্ধ থেকেও তাই নিশুতি-৩ এ স্থান পেয়েছে সাররিয়েলিজম, ডার্ক ফ্যান্টাসি, ডিটেকটিভ ফিকশন, ব্ল্যাক কমেডি, উইয়ার্ড ফিকশনসহ আরও বেশকিছু সাবজনরার গল্প। ছোট-বড় গল্পের পাশাপাশি যুক্ত হয়েছে দুটো উপন্যাসিকা। রোমাঞ্চকর এই গল্পগুলো পাঠককে অস্বস্তিতে ভোগাবে, আবার একই সাথে দেবে সাহিত্যপাঠে স্বস্তির স্বাদ।” DRIVE